মোটা, মাঝারি মোটা ও চিকন এই তিন ধরনের ধানের আবাদ সব থেকে বেশি হয় এখানে। তবে স্বর্ণা-৫, হাইব্রিড, পারিজা, কাটারি, রনজিত, পাইজাম, জিরাশাইল, গোল্ডেন আতপ, চিনিআতপ এবং কালোজিরাসহ অন্তত ৪০ প্রকার ধান চাষ হয়।
প্রায় ৬০ বছর পর বাংলাদেশ-ভারত নৌ প্রটোকলে চালু হলো রাজশাহী-মুর্শিদাবাদ নৌপথ। গোদাগাড়ীর সুলতানগঞ্জ থেকে মুর্শিদাবাদের মায়া নৌপথে আনুষ্ঠানিকভাবে নৌযান চলাচল শুরু হয় সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায়।