আরও ৫ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি
পাঁচ ব্যাংক হলো- এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক।
পেঁয়াজ
গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বাড়াতে ১৩ কোটি ৭৪ লাখ টাকার প্রণোদনা দেবে সরকার। ২৪ জেলার ৩৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই প্রণোদনা দেওয়া হবে।
গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বাড়াতে ১৩ কোটি ৭৪ লাখ টাকার প্রণোদনা দেবে সরকার। ২৪ জেলার ৩৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই প্রণোদনা দেওয়া হবে।
বৃহস্পতিবার (২১ মার্চ) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে একজন কৃষক এক বিঘা জমিতে পেঁয়াজ চাষের জন্য প্রয়োজনীয় এক কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।
এতে আরও বলা, বিএডিসি এসব বীজ সরবরাহ করবে। বীজের অঙ্কুরোদগম ক্ষমতা, বিশুদ্ধতা ও উৎপাদন কাঙ্ক্ষিত মানের হতে হবে।
কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও চারা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। এ সংক্রান্ত সরকারি আদেশ এরই মধ্যে জারি হয়েছে। মাঠ পর্যায়ে শিগগির এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল শীর্ষ অর্থনীতি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- ফিচার, ভ্রমণ, জীবনযাপন, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন sanewsad@gmail.com ঠিকানায়।
পাঁচ ব্যাংক হলো- এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক।
নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দিয়ে ২০২৪ সাল শুরু হয়েছিল। বছরের মাঝামাঝি থেকে ছিল আন্দোলন–বিক্ষোভ। একপর্যায়ে সরকার পতন এবং অন্তর্বর্তী সরকার গঠনের পরও অস্থিরতা। অর্থনৈতিক সংকট লেগে ছিল বছরের শুরু থেকে। আমদানি–রপ্তানি পণ্য পরিবহনে এসব প্রভাবের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম বন্দর। তবুও বছর শেষে পণ্য পরিবহনে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর।
অন্তর্বর্তী সরকার একক তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ব্যবসায়ীরা যেন এক জায়গা থেকে সব তথ্য পেতে পারেন, সে কারণে সরকার একটি জাতীয় তথ্যভাণ্ডার তৈরি করার চেষ্টা করছে।