১০ বছরে বিশ্বে বিলিওনিয়ার বেড়েছে দ্বিগুণেরও বেশি
ইউবিএসের তথ্য অনুসারে, আজ থেকে ১০ বছর আগে— অর্থাৎ ২০১৫ সালে বিশ্বে ডলার বিলিওনিয়ারের সংখ্যা ছিল ১ হাজার ৭৫৭ জন। বর্তমানে এই সংখ্যা পৌঁছেছে ২ হাজার ৬৮২ জনে।
ইউবিএসের তথ্য অনুসারে, আজ থেকে ১০ বছর আগে— অর্থাৎ ২০১৫ সালে বিশ্বে ডলার বিলিওনিয়ারের সংখ্যা ছিল ১ হাজার ৭৫৭ জন। বর্তমানে এই সংখ্যা পৌঁছেছে ২ হাজার ৬৮২ জনে।
এ ঘটনায় ২১ বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুনজাতিসংঘের হিসাবে দেশটির প্রায় ৪০ লাখ মানুষ শুধু রুটি ও চা খেয়ে বেঁচে আছে। বেকারত্ব প্রকট। আগামী তিন বছরে দেশটির কোনো প্রবৃদ্ধি হবে না বলে আশঙ্কা বিশ্বব্যাংকের। তবে তালেবানের যে একেবারে কোনো সফলতা নেই, তা নয়।
আরও পড়ুনব্যারেলপ্রতি ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ২৪ ডলারে উঠেছে। এ ছাড়া ইউএস টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ২৯ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৪০ ডলারে উঠেছে।
আরও পড়ুনবিলিনয়রদের তালিকায় স্থান পাওয়া দুই-তৃতীয়াংশ ধনীর সম্পদমূল্য গত বছরের তুলনায় বেড়েছে; কমেছে মাত্র এক-চতুর্থাংশ ব্যক্তির সম্পদমূল্য। তাছাড়া শীর্ষ ২০ ধনীর সম্পদমূল্য সবচেয়ে বেশি বেড়েছে। সামগ্রিকভাবে ৭০ হাজার কোটি ডলার বেড়েছে তাদের সম্পদমূল্য।
আরও পড়ুন২০২২ সালে সংসদে অনাস্থা ভোটে হেরে সরকার থেকে বিদায় নেয়ার পর থেকেই একের পর আইনি জটিলয়তায় পড়ছেন ইমরান খান। বর্তমানে কারাগারে বন্দি তিনি।
আরও পড়ুনআমরা গাজার জনগণের ওপর অতুলনীয় ধ্বংসের বৃষ্টি দেখেছি। তাদের জন্য নিরাপত্তা বা অবকাশের কোনো জায়গা নেই। প্রায় এক মিলিয়ন নারী ও শিশু বাস্তুচ্যুত হয়েছে এবং প্রতি ঘণ্টায় দুই জন মাকে হত্যা করা হচ্ছে। এরা মানুষ, সংখ্যা নয়, আমরা তাদের বাঁচাতে ব্যর্থ হচ্ছি।
আরও পড়ুনচীনের কেন্দ্রীয় হেনান প্রদেশের এক স্কুল ছাত্রাবাসে ভয়াবস অগ্নিকাণ্ড হয়েছে। এই ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।
আরও পড়ুনএর মধ্যে ১০০টি লিলিয়াম জেট কেনার চুক্তি করেছে সৌদি আরবের এয়ারলাইনস সাউদিয়া। জার্মান ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) বিমান কিনবে সংস্থাটি।
আরও পড়ুনহামাসের কাছে তার কাতর অনুরোধ, প্রেমিকাকে বাঁচিয়ে রাখুক! ইনবার হাইম্যান, নামে ওই তরুণী গত ৭ অক্টোবর ছিলেন নোভার মিউজিক ফেস্টিভ্যালে। ওই ফেস্টিভ্যালের ভলান্টিয়ার হয়ে ভিড় সামলাচ্ছিলেন তিনি। আচমকাই হামাস গোষ্ঠীর হানা
আরও পড়ুনটানা দ্বিতীয় সপ্তাহের মতো লন্ডনে ফিলিস্তিনিপন্থি বিক্ষোভে অংশ নিয়েছে লাখো মানুষ। লন্ডনের মেট্রোপলিটন পুলিশের অনুমান, শনিবারে এই বিক্ষোভ ও পদযাত্রায় এক লাখ মানুষ অংশ নেয়। পরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিটের কাছে সমাবেশের মাধ্যমে বিক্ষোভটি শেষ হয়
আরও পড়ুনইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মদ জোলফি-গোল সোমবার ইরানের পশ্চিমে হামেদানের ডি-৮ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী মোহাম্মদ খালিদ নুরুদ্দিনের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন
আরও পড়ুন